নিজের বাড়িতে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

ফাইল চিত্র

রাজধানীর সিভিল লাইনসের সরকারি বাসভবনে জনশুনানি চলাকালীন আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এক ব্যক্তি অতর্কিতে তাঁর চুল টেনে ধরে মুখে চড় মারেন বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাজেশভাই খিমজিভাই সাকরিয়া। গুজরাতের রাজকোটের বাসিন্দা তিনি। সেদিন জনশুনানিতে নথি জমা দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছোন তিনি। নথি দেওয়ার পরেই হঠাৎ চিৎকার করতে করতে হামলা চালান রাজেশ। মুহূর্তেই উপস্থিত জনতা তাঁকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই চিকিৎসক দল মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা করেন। চিকিৎসকদের দাবি, রেখা গুপ্ত গুরুতর আহত নন। তবে এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।


রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কংগ্রেস এবং আম আদমি পার্টি ঘটনার নিন্দা করেছে। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমার বিশ্বাস দিল্লি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। আশা করি মুখ্যমন্ত্রী নিরাপদে আছেন এবং সুস্থ আছেন।” দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা বলেন, “এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। গণতন্ত্রে মতবিরোধ থাকবে, প্রতিবাদও থাকবে। কিন্তু হিংসার কোনও স্থান নেই। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, এটাই প্রত্যাশা।”