মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভিয়েনা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হল দুবাইয়ে। বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে ওড়ে এআই-১৫৪ নম্বর বিমানটি। মাঝপথে বিমানটিতে যান্ত্রিক গোলযোগের ইঙ্গিত পান পাইলট। সঙ্গে সঙ্গে বিষয়টি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে জানানো হয় এবং জরুরি অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়।
এটিসির নির্দেশে বিমানের গন্তব্য ঘুরিয়ে দুবাই বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানের সমস্ত যাত্রী ও ক্রু নিরাপদে ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। দুবাইয়ে অবতরণের পর বিমানটিকে খতিয়ে দেখা হয়। যাত্রীদের জানিয়ে দেওয়া হয়, উড়ান ছাড়তে কিছুটা সময় লাগতে পারে। পরে সমস্ত যান্ত্রিক পরীক্ষা শেষে বিমানটিকে ওড়ার অনুমতি দেওয়া হয়। শুক্রবার ফের দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ানে প্রযুক্তিগত ত্রুটি দেখা গিয়েছে। গত ৩ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বো থেকে চেন্নাইগামী একটি বিমানে পাখির ধাক্কায় সমস্যার সৃষ্টি হয়েছিল। যদিও চেন্নাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন পাইলট। এছাড়া, অমৃতসর থেকে বার্মিংহামগামী এক বোয়িং ৭৮৭ বিমানে অবতরণের সময় হঠাৎ করেই চালু হয়ে যায় বিমানের জরুরি ‘রাম এয়ার টার্বাইন’। তাৎক্ষণিক ভাবে বিষয়টি সামাল দেন কেবিন ক্রু ও পাইলট।