দিল্লি বিস্ফোরণে কম্পন ৪০ ফুট গভীরের মেট্রো স্টেশনেও

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত সোমবার বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানীর সামনের এলাকা। ঘটনার তদন্ত করছে এনআইএ। তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই আবহে প্রকাশ্যে এসেছে নয়া সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরণের জেরে কেঁপে উঠছে প্রায় ৪০ ফুট গভীরে থাকা লালকেল্লা মেট্রো স্টেশনও। সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। ট্রেন থেকে নামছিলেন যাত্রীরা সেই সময় হঠাৎ করে কেঁপে ওঠে মেট্রো স্টেশন। ঘটনার জেরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে এই বিস্ফোরণ ঘটে। একটি গাড়িতে রাখা ছিল বিস্ফোরক। সেখান থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় প্রাণহানি হয়েছে ১৩ জনের। আহত অনেকে। ঘটনার সঙ্গে জঙ্গিযোগ নিশ্চিত করেছে কেন্দ্র। ঘটনার পরে তদন্তে নামে এনআইএ। দিল্লির বুকে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় ব্যাপক অতঙ্ক ছড়িয়েছে। তদন্তকারীদের নজরে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, ঘাতক গাড়িটির চালক উমর-উন-নবি এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। ইতিমধ্যেই সেই বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।