দিল্লি বিস্ফোরণ তদন্তে ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজে যাবে এনআইএ

ছবি: এনএনআই

দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণকাণ্ডে তদন্ত আরও জোরদার করল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সূত্রের খবর, বিস্ফোরণ মামলার সূত্র খুঁজতে এনআইএ-এর একটি বিশেষ দল শিগগিরই ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজে পৌঁছবে। প্রাথমিক তদন্তে উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তদন্তে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির যোগাযোগ এই মেডিকেল কলেজের ছাত্র বা কর্মচারীদের সঙ্গে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দিল্লি ও ফরিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একাধিক ইলেকট্রনিক ডিভাইস ও নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা।

কলেজ কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এনআইএ সূত্রে খবর, ওই কলেজের কয়েকজন শিক্ষার্থী ও স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। তদন্তকারীদের মতে, বিস্ফোরণের আগের দিন থেকেই সন্দেহভাজনদের মধ্যে কয়েকজন ফরিদাবাদ এলাকায় সক্রিয় ছিল।


দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, ফরেনসিক রিপোর্ট ও ময়নাতদন্তের তথ্য হাতে আসার পর তদন্ত এখন ক্রমশ নির্দিষ্ট দিকে মোড় নিচ্ছে। এনআইএ এই পর্যায়ে স্থানীয় সূত্র ও যোগাযোগ নেটওয়ার্ক যাচাই করে দেখতে চাইছে, যাতে বিস্ফোরণ ঘটনার পেছনে থাকা মূল চক্রকে শনাক্ত করা যায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই নির্দেশ দিয়েছেন, বিস্ফোরণের তদন্তে কোনও দিক অবহেলা করা যাবে না। তাই এনআইএ, দিল্লি পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা সমন্বিতভাবে কাজ করছেন। তদন্তের পরবর্তী পর্যায়েই ফরিদাবাদ ও আশপাশের আরও কয়েকটি এলাকায় তল্লাশি হতে পারে বলে সূত্রের খবর।