দিল্লির ২০টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, উদ্বিগ্ন প্রশাসন

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের রাজধানীতে বোমাতঙ্ক। দিল্লিতে একসঙ্গে ২০টি স্কুলকে বোমা ফেলে উড়িয়ে দেওয়ার হুমুকি দেওয়া হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে দিল্লির মোট ৩০টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। দ্রুত ফাঁকা করে দেওয়া হয়েছে স্কুল বিল্ডিংগুলি। নিরাপত্তার স্বার্থে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

শুক্রবার দিল্লিতে সকাল থেকে ২০টি স্কুলে বোমা ফেলে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গত ৪ দিনে দিল্লির ৩০টি স্কুল এরকম হুমকি পেয়েছে। এই তালিকায় রয়েছে দিল্লির প্রথম সারির কিছু স্কুল এবং একটি কলেজ। হুমকির খবর শুনে স্কুলগুলিতে পৌঁছে যায় ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং দিল্লি পুলিশবাহিনী। সাইবার বিশেষজ্ঞদের দলও গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। স্কুল বিল্ডিংগুলি খালি করা এবং বোমার তল্লাশি করা শুরু হয়। যদিও সন্দেহজনক সেরকম কিছুই খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, বোমা মারার এই হুমকিগুলি সব ভুয়ো। রিচমন্ড গ্লোবাল স্কুল, মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, সর্দার প্যাটেল স্কুলের মতন কয়েকটি স্কুলে বুধবার হুমকি দেওয়া হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার বোমা মারার হুমকি দিয়ে মেইল করা হয় চাওলার সেন্ট থমাস স্কুল এবং সেন্ট স্টিফেনস কলেজে। সব স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছিল যে, স্কুলের ভিতরে আইইডি এবং আরডিএক্স রাখা আছে। কিন্তু স্কুলের ভিতরে তল্লাশি চালিয়ে সেরকম কিছুই পাওয়া যায়নি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ এনেছেন যে, বিজেপি রাজধানী দিল্লিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়ার কাজে ব্যর্থ।