আইইডি ফেটে জখম হওয়া আধাসেনা জওয়ানের মৃত্যু

ফাইল ছবি

১০ অক্টোবর ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে মাওবাদীদের পেতে রাখা আইইডি ফেটে জখম হয়েছিলেন কৌশলকুমার মিশ্র নামে এক জওয়ান। এরপর তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়। ২০ দিন সেখানে ভর্তি থাকার পর বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর। ওই জওয়ান সিআরপিএফ-এ ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। ওই বিস্ফোরণে জখম কনস্টেবল মহেন্দ্র লস্করের আগেই মৃত্যু হয়েছে।

সেনা সূত্রে খবর, ১০ অক্টোবর সারান্ডার জঙ্গলে অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। ওই সময় সারান্ডার জঙ্গলে মাওবাদীদের পেতে রাখা ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) বিস্ফোরণ হয়। বিহারের বাসিন্দা সিআরপিএফ ইনস্পেক্টর কৌশলকুমার মিশ্র, অসমের বাসিন্দা কনস্টেবল মহেন্দ্র লস্কর সহ মোট তিনজন জওয়ান জখম হন।

বিস্ফোরণের পরে ওড়িশার রাউরকেল্লায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান মহেন্দ্র লস্কর। অভিযানের নেতৃত্বে থাকা কৌশলকুমার মিশ্রকে ঝাড়খণ্ড থেকে ‘এয়ারলিফ্‌ট’ করে নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে। ১১ অক্টোবর থেকে সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।


ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা জঙ্গলে দেশের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলির মধ্যে অন্যতম। ওই এলাকায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে আধাসেনা বাহিনী। গত মাসে সংঘর্ষে পশ্চিম সিংভূম জেলাতেই পিএলজিএ-র এরিয়া কমান্ডার অমিত হাঁসদা ওরফে আপ্তানের মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় দাম ছিল ১০ লক্ষ টাকা।