ভোটার তালিকায় জালিয়াতি, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

প্রতিনিধিত্বমূলক চিত্র

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে আদালতে মামলা দায়ের। অভিযোগ, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই তাঁর নাম দেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই অভিযোগে আইনজীবী বিকাশ ত্রিপাঠি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন। এই মামলার শুনানি করেছেন অতিরিক্ত মুখ্য মহানগর দণ্ডাধিকারী বৈভব চৌরাসিয়া। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর।

অভিযোগে বলা হয়েছে, ১৯৮১-৮২ সালে সোনিয়া গান্ধীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। অথচ তিনি ভারতীয় নাগরিকত্ব পান ১৯৮৩ সালের এপ্রিলে। ফলে ভোটার হওয়ার যোগ্যতা তখন তাঁর ছিল না। মামলার আবেদনে বলা হয়েছে, এই ঘটনা ভোটার তালিকায় নাম তুলতে ভুয়ো কাগজপত্র ব্যবহার বা জালিয়াতির সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন বলে অভিযোগ করা হয়েছে। এজন্য আদালতে মামলা দায়ের করে পুলিশি তদন্তের আবেদন জানানো হয়েছে।