মহিলাদের বিরুদ্ধে অপরাধ, ৫১০০০ অভিযুক্তকে চিহ্নিত করল মধ্যপ্রদেশ পুলিশ

মহিলাদের বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার অভিযোগে ৫১০০০ মানুষকে চিহ্নিত করল মধ্যপ্রদেশ পুলিশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশের পর মধ্যপ্রদেশ পুলিশ মহিলা বিশেষত নাবালিকা সংক্রান্ত অপরাধে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে।

গত দু’দিনে মধ্যপ্রদেশজুড়ে মহিলা ও মেয়েদের বিরুদ্ধে অপরাধে জড়িত ৫১ হাজারেরও বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৬৯ জনের বিরুদ্ধে ‘বাধ্যতামূলক’ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৪ হাজার ৯১৬ জন অভিযুক্তদের কড়া নির্দেশ দিয়েছে পুলিশ।

মধ্যপ্রদেশ পুলিশের সদর দফতরের জনসংযোগ আধিকারিক আশিস শর্মা জানিয়েছেন, প্রতিটি থানায় ইনচার্জদের তল্লাশি চালানোর পাশাপাশি নাগরিক ও মহিলাদের সঙ্গে দেখা করা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপে জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে।


একই সঙ্গে পকসো আইনে দায়ের হওয়া মামলাগুলির দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন করা হচ্ছে। শর্মা বলেন, পকসো আইনে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির জন্য উপযুক্ত পদক্ষেপ করা হবে। এই অপরাধ সংক্রান্ত প্রমাণ, সাক্ষী বা অন্য কিছু পেশ করতে পুলিশ দেরি করবে না। 

মহিলাদের বিরুদ্ধে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কড়া নজর রাখছে মধ্যপ্রদেশ পুলিশ। যাদের অপরাধের ইতিহাস রয়েছে, তাঁদের দিকে আলাদা নজর রাখছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। 

মধ্যপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) সুধীর সাক্সেনা পুলিশের আধিকারিকদের মহিলাদের বিরুদ্ধে অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং আদালতের মাধ্যমে দ্রুত শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। গত ১০ বছরে মহিলা ও মেয়েদের বিরুদ্ধে অপরাধে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন তিনি।