করােনা চ্যালেঞ্জ : বছরভর ৩০ শতাংশ কম বেতন নেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। (Photo: Twitter/@airnewsalaerts)

করােনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে এক বছর নিজের ৩০ শতাংশ বেতন নেবেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একই সঙ্গে ভ্রমণ এবং আনুষ্ঠানিক খরচ অনেক কম করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি ভবনের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, রামনাথ কোবিন্দ এই নির্দেশ দিয়েছেন। এর আগে মার্চ মাসে নিজের এক মাসের বেতন পিএম কেয়ার তহবিলে দান করেছিলেন রাষ্ট্রপতি।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতকে আত্মনির্ভর করতে এবং মহামারীর বিরুদ্ধে লড়তে এটা খুব ছােট হলেও গুরুত্বপূর্ণ অবদান রাষ্ট্রপতির। এভাবে আমাদের উন্নয়নের সফরও পাশাপাশি চলতে থাকবে।


জ্বালানি ও অন্যান্য খরচ কমানাের পাশাপাশি রাষ্ট্রপতি অন্তর্দেশীয় সফর কমানাের ওপরেও জোর দিয়েছেন। বরং প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে পৌছে যাওয়ার কথা বলেছেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্যে বােঝা গিয়েছে যে অনলাইন বৈঠকের ওপরেই জোর দিতে চেয়েছেন তিনি।

আগামী দিন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিক আচারের তালিকাও ছােট হতে চলেছে রাষ্ট্রপতি ভবনে। কমবে খাবরের বাহুল্য। এই সব ব্যবস্থা নেওয়ায় রাষ্ট্রপতি ভবনের বাজেটের প্রায় ২০ শতাংশ কমানাে সম্ভব হবে বলে বৃিতিতে জানানাে হয়েছে।