ছিনতাইকারীর ছুরিতে খুন কনস্টেবল

অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার পথে অঘটন। থানায় যাওয়ার পথে কনস্টেবলকে এক কোপ মারার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এর আগেও একাধিক অপরাধে ধরা পড়েছেন অভিযুক্ত। জেলও খেটেছেন। শুক্রবার রাতে তাঁকে ধরে নিজামাবাদের এক থানায় নিয়ে যাচ্ছিলেন প্রমোদ নামের এক কনস্টেবল।

পুলিশ জানিয়েছে, সোনার চেন ছিনতাইয়ে অভিযোগে অভিযুক্তকে নিজের বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রমোদ। থানায় যাওয়ার পথে তাঁর বুকে ছুরি চালায় অভিযুক্ত। এর পরে সেখান থেকে চম্পট দেন অভিযুক্ত। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়। নিজামাবাদের ডিজি বি শিবধর রেড্ডি পুলিশ কমিশনার পি সাই চৈতন্যকে বিশেষ দল গঠন করে অভিযুক্তকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত কনস্টেবলের পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে তেলেঙ্গানা পুলিশ।