ওড়িশায় ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার কংগ্রেস নেতা

ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগের তির কংগ্রেসের এক ছাত্রনেতার দিকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি বিজেপিশাসিত রাজ্য ওড়িশার। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ওড়িশার এনএসইউআই সভাপতি। ছাত্রনেতা হিসাবে যথেষ্ট পরিচিত তিনি। ওই ছাত্রনেতা ভুবনেশ্বরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুবনেশ্বরের ডিসিপি জগমোহন মিনা বলেন, ‘সোমবার দুপুরেই ধৃতকে আদালতে তোলা হয়। তদন্ত চলছে।’

‘নির্যাতিতা’র দাবি, অভিযুক্ত তাঁর পূর্বপরিচিত। ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, মার্চ মাসে তাঁকে একটি হোটেলে নৈশভোজে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে খাওয়া-দাওয়ার সময় তাঁকে ঠান্ডা পানীয় দিয়েছিলেন ছাত্রনেতা। তাঁর অনুমান, পানীয়ে কিছু মেশানো ছিল। কারণ, ওই পানীয় পানের কিছুক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করেন। সেই সময় তাঁকে হোটেলের ঘরে ধর্ষণ করেন কংগ্রেসের ছাত্রনেতা।


নির্যাতিতা বলেন, ‘গাড়িতে বসে গল্প করার সময় অভিযুক্ত আমাকে বাজেভাবে স্পর্শ করছিল। এরপর ওরা আমাকে একটা হোটেলে নিয়ে যায়। সেখানে ওরা মদ্যপান শুরু করে। আমি মদ্যপান করি না। আমাকেও ঠান্ডা পানীয় দেয়। তারপর আমার শরীর খারাপ করতে শুরু করে। আমি ওদের বাড়িতে ছেড়ে দিতে বলি। তারপর অজ্ঞান হয়ে যাই।’ নির্যাতিতার কথায়, ‘আমার জ্ঞান ফিরে আসার পর দেখি অভিযুক্ত যুবক আমার পাশে শুয়ে আছে। আমি ব্যথা অনুভব করি এবং বুঝতে পারি যে আমার সঙ্গে কিছু একটা ঘটেছে।’

এর আগে গত শনিবার ওড়িশার পুরীতে বছর পনেরোর এক ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিন অজ্ঞাতপরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আগে গত ১২ জুলাই ওড়িশার বালেশ্বরের ফকিরমোহন কলেজের এক ছাত্রী অধ্যক্ষের ঘরের সামনে নিজের গায়ে আগুন ধরান।

বিজেপিশাসিত রাজ্য ওড়িশায় একের পর এই নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনাীতি। কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানিয়েছে পথে নেমেছে। কংগ্রেস সহ ৮ বিরোধী দলের বনধে ব্যাপক সাড়া মিলেছিল। এবার এক কংগ্রেস যুবনেতার বিরুদ্ধেই কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় ওড়িশা।