প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চায়ে পে চর্চা-য় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী

সংসদের শীতকালীন অধিবেশনের সমাপ্তিপর্বে একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিক চায়ে পে চর্চা-র আয়োজন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। চায়ে পে চর্চা-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর আলাপচারিতা এদিন আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।  শুক্রবার ছিল সংসদের শীতকালীন অধিবেশনের শেষদিন।

এদিনের এই আলাপচারিতা ছিল দলীয় নেতাদের একটি প্রথাগত, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনের অনুষ্ঠান। যদিও এই আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর ব্যক্তিগত কথোপকথনের কোনও নির্দিষ্ট বিবরণ পাওয়া যায়নি। এদিনের আলাপচারিতায় প্রতিরক্ষামন্ত্রা রাজনাথ সিং এবং এনসিপি(এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে-সহ আরও বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

 
শুক্রবার বন্ধুত্বপূর্ণ আলোচনায় হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও লোকসভার স্পিকার এম বিড়লা, ক্যাবিনেটমন্ত্রী কে রামমোহন নাইডু এবং চিরাগ পাসোয়ান। স্পিকার এদিন তাঁর ঘরে সব নেতানেত্রীদের ডেকে নেন। রাজনাথের পাশেই চায়ের কাপ হাতে বসেছিলেন প্রিয়াঙ্কা। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার সময় দুজনকেই প্রাণ খুলে হাসতে দেখা যায়। 
 
সংসদ চলাকালীন বিভিন্ন ইস্যুতে সরগরম হয়ে ওঠে অধিবেশন কক্ষ। শাসক-বিরোধী তরজায় একে অপরকে আক্রমণ করে থাকেন, এই ছবিই সাধারণভাবে ধরা পড়ে। তবে সভার বাইরে সৌজন্য বিনিময়ও অন্যতম সংসদীয় প্রথা। বৃহস্পতিবার লোকসভার কাজের ফাঁকেই কেরলের ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী যান কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করির ঘরে। তাঁর নির্বাচনী এলাকা ওয়েনাড়ে সড়ক পরিকাঠামো সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য গড়করীর সঙ্গে একটি পৃথক বৈঠক করেন।
জানা গিয়েছে, এদিন সাক্ষাতের সময় তাঁকে নিজের তৈরি করা খাবার দেন গড়করী। ইউটিউব দেখে গড়করী তৈরি করেছিলেন রাইস বল। এদিন যাঁরা অফিসে আসেন তাঁদের সবাইকে চাটনি-সহ রাইস বল পরিবেশন করা হয়। প্রিয়াঙ্কা গান্ধী যখন তাঁর সঙ্গে দেখা করতে আসেন, তখন গড়করী তাঁকেও খাবারটি খেয়ে দেখতে বলেন। প্রিয়াঙ্কা এবং তাঁর দলের সহকর্মী দীপেন্দ্র সিং হুডাকে গড়করীর সঙ্গে কথা বলার সময় রাইস বলগুলির স্বাদ নিতে দেখা যায়।
খাওয়া-দাওয়া ও গল্পের মধ্যেই তাঁর সংসদীয় কেন্দ্রের ৬টি রাস্তার প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি জানান। এর জবাবে গড়করি জানান, ৬টি রাস্তার মধ্যে কয়েকটি কেরল সরকারের অধীনে রয়েছে। সেখানে কেন্দ্রের কোনও ভূমিকা নেই।  তবে বাকিগুলি তিনি দেখবেন বলে কথা দেন। 
 
আলোচনা চলাকালীন গড়করী বলেন, লোকসভার বিরোধী দলনেতা অর্থাত প্রিয়াঙ্কা গান্ধীর দাদা রাহুল গান্ধীও কয়েকদিন আগে তাঁর কাছে এসেছিলেন। তিনিও তাঁর কেন্দ্র রায়বেরেলির রাস্তা় সংক্রান্ত সমস্যা মেটানোর বিষয়ে কথা বলেন মন্ত্রীর সঙ্গে। গড়করী তখন প্রিয়াঙ্কাকে মজা করে বলেন, ভাই কা কাম কর দিয়া, বহেন কা নেহি করুঙ্গা তো আপ বোলেঙ্গে কি নেহি কিয়া। একথা  শুনে প্রিয়াঙ্কা ছাড়াও হাসিতে ফেটে পড়েন ঘরে উপস্থিত বাকিরাও।