‘ট্রাম্প ঠিক করবেন কোথা থেকে তেল কিনব?’ মোদীকে বিঁধে তোপ কংগ্রেসের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় নতুন করে চাপে পড়েছে ভারত। রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণে ১ আগস্ট থেকে ভারতের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করতে চলেছে আমেরিকা। এই ঘোষণার প্রেক্ষিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করল কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘হাউডি মোদী কিংবা নমস্তে ট্রাম্প করে লাভ কিছুই হয়নি। উল্টে এই সম্পর্ক দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আজ আমেরিকা আমাদের ব্ল্যাকমেল করছে। এটা শুধু সরকারের জন্য নয়, গোটা দেশের পক্ষে বড় ধাক্কা।’

ট্রাম্পের অভিযোগ, ভারত তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে মার্কিন পণ্যের বাজার সংকুচিত করছে। উপরন্তু, ভারত-চিনের মতো দেশগুলির রাশিয়ার সঙ্গে শক্তি ও অস্ত্র কেনাবেচা চালিয়ে যাওয়া বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে স্বস্তিদায়ক নয় বলেই মত ট্রাম্প প্রশাসনের। এই অবস্থায় জয়রাম রমেশ প্রশ্ন তোলেন, ‘ভারত-আমেরিকা ‘বন্ধুত্ব’ বলে সরকার যেটা দাবি করে, তার থেকে দেশ আদতে কী পাচ্ছে? প্রেসিডেন্ট ট্রাম্প ৩০ বার বলেছেন তিনিই ‘অপারেশন সিঁদুর’ থামিয়েছেন। তাহলে ভারতীয় সেনা অভিযান মাঝপথে কেন থেমে গেল – এই প্রশ্নের জবাব আজও মেলেনি।’

তবে এই শুল্ক চাপানোকে কেন্দ্র করে রাজনৈতিক অবস্থান যতই ভিন্ন হোক, দেশের স্বার্থে কংগ্রেস প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবে বলেই ইঙ্গিত দিয়েছেন রমেশ। তাঁর কথায়, ‘ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন না যে আমরা কোথা থেকে তেল কিনব। এটা ভারতের সার্বভৌম অধিকার। প্রধানমন্ত্রীর এখন ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে জবাব দেওয়া উচিত।’ এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতীয় রপ্তানিকারকরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস শিল্প বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বাণিজ্যিক ও কূটনৈতিক ক্ষেত্রে এবার কতটা চাপ নিতে পারে ভারত – নজর থাকবে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপে।