দাদরা নগর হাভেলিতে ভোটাধিকার ছিনতাইয়ের অভিযোগ কংগ্রেসের

ছবি: এএনআই

কংগ্রেস নেতা মানিকরাও ঠাকরে অভিযোগ করেছেন, দাদরা নগর হাভেলিতে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন সম্পূর্ণভাবে প্রতিপক্ষের অনুকূলে পরিচালিত হয়েছে। শনিবার একটি সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি বলেন, ‘একটি বিষয় স্পষ্ট, এখানে স্থানীয় নির্বাচনকে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহায়তায় পুরোপুরি দখল করা হয়েছে। সব কিছুই পূর্বনির্ধারিতভাবে সাজানো হয়েছে। যেন কেউ মনোনয়ন পত্র জমা দিতে না পারেন।’

ঠাকরের দাবি, ‘সেখানে মোট ৮০-৯০ শতাংশ মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। কিন্তু বিজেপির কোনও মনোনয়ন বাতিল হয়নি। এখানে বিধানসভা নেই, শুধু জেলা পরিষদ এবং পৌর পরিষদ কাজ করে। আমি এই বিষয়টি জনগণের কাছে তুলে ধরতে চাই। নির্বাচন কমিশনের মাধ্যমে প্রশাসন সম্পূর্ণভাবে গণতন্ত্রকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচন জনগণের মৌলিক অধিকার ও অংশগ্রহণের প্রতীক। কিন্তু প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট পদক্ষেপের কারণে সাধারণ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।’


রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযোগে স্থানীয় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও প্রশাসন এখনও এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেনি।