আসন বণ্টন নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব লালুপ্রসাদ যাদবের স্মরণাপন্ন হওয়ার পরও জট কাটেনি বিহারে। জোটসঙ্গীদের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় এককভাবে ৪৮ প্রার্থীর নাম-সহ প্রথম তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। শুক্রবারই বিহারে প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। দলীয় সূত্রে খবর, এই ৪৮ আসনের মধ্যে প্রথম দফার নির্বাচনের ২৪ এবং দ্বিতীয় দফার নির্বাচনের ২৪ আসন রয়েছে।
বিহারে আসন্ন নির্বাচনে ইন্ডিয়া জোট এখনও নিজেদের মধ্যে আসন রফা চূড়ান্ত করতে পারেনি। গত নির্বাচনে বিহারে ৭০ আসনে লড়ে হাত শিবির জিতেছিল মাত্র ১৯টিতে। কংগ্রেসের এই বিপুল হারের ফলে এবার গোড়া থেকেই সচেতন তেজস্বী যাদব কংগ্রেসকে ৫০-এর বেশি আসন ছাড়তে রাজি ছিলেন না। কিন্তু তেজস্বীর জেদের পাশাপাশি একই গোঁ বজায় রেখে গিয়েছে কংগ্রেসও। যদিও শেষ পর্যন্ত জোটের স্বার্থে সুর কিছুটা নরম করে ৬১ আসনে লড়তে রাজি হয়েছে কংগ্রেস। সেই সংখ্যক আসন ছাড়তে রাজি আরজেডিও।
আসন বণ্টন নিয়ে প্রথম থেকেই মহাজোটের সঙ্গী আরজেডি এবং বামেদের সঙ্গে আলোচনা করে এসেছে কংগ্রেস। সূত্রের খবর, আলোচনা ফলপ্রসূ না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন কংগ্রেস নেতারা। এই আবহে প্রয়োজনে এবারের নির্বাচনে এককভাবে লড়ার ইঙ্গিতও দেন তাঁরা।
নির্বাচনে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার এবং দ্বিতীয় দফার শেষ দিন হল সোমবার। এই পরিস্থিতিতে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। প্রথম প্রার্থী তালিকায় প্রবীণ, অভিজ্ঞ, এবং নবীনদের সমানভাবে গুরুত্ব দিয়েছে কংগ্রেস। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রাম, বিহার কংগ্রেসের দলনেতা শাকিল আনসারি, যুবনেতা প্রকাশ গরিব দাস, অমিত গিরি, অভিষেক রঞ্জন।
বামনেতা শাকিল আহমেদ খানকে প্রার্থী করেছে দল। দলের প্রবীণ নেতা অজিত শর্মাকে আবারও ভাগলপুর থেকে মনোনীত করা হয়েছে। দলের অপর প্রবীণ নেতা অবধেশ কুমার সিং-কে উজিরগঞ্জ আসনে মনোনীত করা হয়েছে। তালিকায় মুসলিম প্রার্থী ৪ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৫ জন।
উল্লেখ্য, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনার জন্য কথা বলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আসন বন্টন নিয়ে জট কাটাতেই ফোনে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যদিও ঠিক কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।
বিহারে প্রথম দফায় ১২১টি আসনে ভোট গ্রহণ হবে আগামী ৬ নভেম্বর। দ্বিতীয় দফার ভোট হবে ১২২টি আসনে আগামী ১১ নভেম্বর। অথচ এখনও পর্যন্ত আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায় অস্বস্তি ক্রমশ বাড়ছে।