শীর্ষ আদালতের উদ্বেগ

কৃষক আন্দোলন (File Photo: IANS)

কৃষক আন্দোলন নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। দেড় মাস পরও আন্দোলন নিয়ে সমাধান সূত্র না বের হওয়ায় কৃষি আইনের বিরুদ্ধে সব মামলা শুনতে রাজি হল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, তিনটি কৃষি আইনের বিরুদ্ধে সব মামলার শুনানি হবে। আগামী ১১ জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে। 

দেড় মাসের ওপর দিল্লির সিঙঘু, টিকরি-সহ একাধিক সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা। আন্দোলনকারী কৃষকদের দাবি, তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কিন্তু সরকার পক্ষ তা মানতে নারাজ। 

সংসদে পাশ হওয়ার পরই দেশজুড়ে কৃষি আইন বিরােধী আন্দোলন শুরু হয়। এরপর তিনটি আইনের বিরুদ্ধে বহু মামলা শীর্ষ আদালতে দায়ের হয়েছে। আন্দোলন থেকে পিছু না হটে আরও জোরদার করে তুলছেন কৃষকরা। এদিন তারা ট্রাক্টর মার্চের ঘােষণা করেছিলেন। তবে খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় তা আজ করা হবে। এদিকে ২৬ জানুয়ারি ট্রাক্টর প্যারেডের প্রস্তুতি নিচ্ছে কৃষক পরিবারের মহিলারা।