বেলা ৩টার পর আড্ডা দিতে কর্মীদের অর্থ

ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি– অতিরিক্ত কাজের জন্য ভাতা, ছুটি না নেওয়ার জন্য অফিস তরফে অতিরিক্ত ভাতা দিতে তো শুনেছেন কিন্তু তাই বলে অফিসে আড্ডা দেওয়ার জন্য অফিস তরফে কর্মচারিদের অতিরিক্ত ভাতা দেওয়ার কথা কখনও শুনেছেন৷ তাহলে এবার শুনুন৷

আমেরিকার ক্যালিফোর্নিয়াভিত্তিক এক কোম্পানি কর্মীদের জন্য নতুন এক কর্মসূচি হাতে নিয়েছে৷ সেটা হলো, বেলা তিনটার পর কর্মীদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ দিচ্ছে তারা৷ অর্থাৎ নিপাট আড্ডা দেওয়ার সুযোগ করে দিচ্ছে কোম্পানী৷ শুধু তাই নয়, এ জন্য কর্মীদের ৩০ ডলার করে দেওয়া হচ্ছে৷

যে কোম্পানি এই সুযোগ দিচ্ছে, তার নাম ভারকাডা৷ এটি ক্লাউড নিরাপত্তাবিষয়ক একটি প্রতিষ্ঠান৷ এই কর্মসূচি অনুসারে, বেলা তিনটার পর এই কোম্পানির তিন বা তার চেয়ে বেশিসংখ্যক কর্মী একত্রে বাইরে গিয়ে খাদ্য ও পানীয় গ্রহণ করতে পারবেন এবং সে জন্য তাঁদের সবাইকে ৩০ ডলার করে দেওয়া হয়৷ কোম্পানিটি কর্মীদের সপ্তাহে দু–একবার এই সুবিধা ব্যবহারের অনুমতি দিয়েছে৷ বিজনেস ইনসাইডারের সূত্রে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ৩-৩-৩৷


ভারকাডা কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা ক্যামেরন রেজাই বিজনেস ইনসাইডারকে বলেন, ‘এই কর্মসূচির উদ্দেশ্য হলো কর্মীদের ভালো সময় উপহার দেওয়া৷ কোম্পানির পক্ষ থেকে আমরা ভেবেছি, এই কাজ আমরা আরও ভালোভাবে করতে পারব৷’

ভারকাডা কোম্পানির বাজার মূলধন ৩৫০ কোটি ডলার৷ গত বছরের এপ্রিলে তারা এই কর্মসূচি গ্রহণ করে৷ এরপর থেকে তাদের ১ হাজার ৮০০ কর্মীর সবাই কর্মসূচিতে অন্তত একবার অংশগ্রহণ করেছেন৷

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিপ কালিসজান বলেন, ‘বিকেলে অফিসের তিনজন কর্মী একসঙ্গে বাইরে সময় কাটালে তাঁরা কাজের বিষয়ে কথা বলবেন, এমন সম্ভাবনা থেকে যায়৷ ফলে শেষ পর্যন্ত বিষয়টি আমাদের জন্য ভালোই হবে৷’
প্রযুক্তি খাতের এমন সব বড় বড় কোম্পানির সঙ্গে ভারকাডাকে প্রতিযোগিতা করতে হয়, যাদের বাজার মূলধন ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের ওপর৷ এসব কোম্পানির সঙ্গে ভারকাডার মতো ছোট একটি কোম্পানির প্রতিযোগিতা করতে হলে বা প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে হলে এ ধরনের সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ বলে প্রতিষ্ঠানটি মনে করে৷

তবে ভারকাডার কর্মীদের এই সুযোগ গ্রহণের ক্ষেত্রে ছোট একটি শর্ত দেওয়া হয়েছে৷ সেটা হলো, তাঁদের একত্রে সময় কাটানোর ছবি কোম্পানির নিজস্ব ৩-৩-৩ স্ল্যাক চ্যানেলে শেয়ার করতে হবে৷