গুজরাতের স্কুলে নবম শ্রেণির ছাত্রের হাতে নিহত দশম শ্রেণির ছাত্র

প্রতীকী চিত্র

গুজরাতের আহমেদাবাদে স্কুল প্রাঙ্গণে ঘটে গেল ভয়াবহ হত্যাকাণ্ড। মঙ্গলবার নবম শ্রেণির এক ছাত্র ছুরি দিয়ে দশম শ্রেণির ছাত্র নয়নকে কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের অভিযোগে অভিযুক্ত নবম শ্রেণির ওই ছাত্রকে আটক করা হয়েছে। নাবালক আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে ঘটনার পরেই স্কুল প্রাঙ্গণে শুরু হয় উত্তেজনা।

বুধবার সকালে ক্ষুব্ধ অভিভাবক এবং স্থানীয় কয়েকটি সংগঠনের সদস্যরা স্কুলে বিক্ষোভ দেখান। এসময় কিছু বিক্ষোভকারী স্কুল চত্বরে ভাঙচুর চালান এবং স্কুলকর্মীদের উপর হামলা করেন। সংঘর্ষে কয়েকজন কর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।


ঘটনার পর স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন অভিভাবকেরা এবং স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। অভিযোগ, স্কুল প্রশাসনের অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা মোতায়েন করেছে আহমেদাবাদ পুলিশ।