বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা ‘এস.আই.আর’-কে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, বিহারে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশনায় নাগরিকত্ব যাচাইয়ের আশঙ্কাজনক ধারা যুক্ত হয়েছে।
ওয়েইসির বক্তব্য, ‘এস.আই.আর একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের দলের তরফে সভাপতি আখতারুল ইমান নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যদি তালিকা যাচাই না করেন, ভোটের দিন বিশৃঙ্খলা দেখা দেবে।’ তাঁর দাবি, প্রথম দফায় ৬ লক্ষ ৫০ হাজার নাম বাদ পড়েছিল। পরে আরও ৩ লক্ষ ৫০ হাজার নাম বাদ দিয়েছে কমিশন। এখন আবার ওই নামগুলো যাচাই করতে হবে।
তিনি প্রশ্ন তোলেন, ‘এই তাড়াহুড়োর দরকার কী ছিল? বিহার এত বড় একটা রাজ্য, সেখানে কর্মকর্তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হল, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি দু’তিন বার ভোটারের বাড়িতে গিয়েও তাঁকে না পাওয়া যায়, তাহলে ভোটারকে স্থানীয় নির্বাচনী কর্মকর্তা বা ইআরও-কে জানাতে হবে। আর ওই ইআরও তথ্য পাঠাবে বিদেশি নাগরিকত্ব আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বলুন তো, এটা কীভাবে সম্ভব?’ ওয়েইসি কটাক্ষ করে বলেন, ‘নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। সেটি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব।’
রাজনৈতিক মহলের একাংশের মতে, ওয়েইসির এই মন্তব্য আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। কমিশনের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।