জম্মুতে নাশকতার আশঙ্কা ঘিরে চাঞ্চল্য। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র দপ্তরের অদূরেই চিনের অত্যাধুনিক অস্ত্রের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উদ্ধারের ঘটনায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। জম্মুর সিধরা এলাকায় উদ্ধার হওয়া ওই যন্ত্রাংশটি আসলে একটি শক্তিশালী অ্যাসল্ট রাইফেলের যন্ত্রাংশ। এই যন্ত্রাংশের সাহায্যে অনেক দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করা সম্ভব। ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় এক অস্বাভাবিক ঘটনায়। এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ দেখতে পায়, ৬ বছরের এক শিশু একটি অচেনা যন্ত্র নিয়ে খেলছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ কাছে গিয়ে পরীক্ষা করে দেখে, সেটি আসলে একটি উন্নত মানের রাইফেল স্কোপ, যা অ্যাসল্ট রাইফেলের পাশাপাশি প্রয়োজনে স্নাইপার রাইফেলেও ব্যবহার করা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টির গুরুত্ব বুঝে পুলিশ শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা বলে।
পরিবারের তরফে জানানো হয়, সকালে বাড়ির কাছেই একটি আবর্জনার স্তূপ থেকে ওই যন্ত্রটি কুড়িয়ে পেয়েছিল শিশুটি। এই তথ্য সামনে আসতেই নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়ে ওঠে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয় এবং সন্দেহজনক কোনও গতিবিধি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা শুরু হয়।
ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ অপারেশন গ্রুপ। কে বা কারা ওই চিনা স্কোপ সেখানে ফেলে রেখে গিয়েছে, এর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, নাশকতার কোনও পরিকল্পনা ছিল কি না— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে এনআইএ-র দপ্তরের এত কাছাকাছি এমন অস্ত্রের যন্ত্রাংশ পাওয়া যাওয়ায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এদিকে সাধারণ মানুষেকে পুলিশ আশ্বস্ত করে জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং তদন্ত চলছে। নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানানো হয়েছে।