করােনায় শিশুদের অতটা ভয় নেই, যতটা বলা হচ্ছে: এইমস ডিরেক্টর 

এইমসের প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া। (Photo: IANS)

বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে করােনার তৃতীয় ঢেউ এলে শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হবে। যদিও দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (এইমস)-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, এমন কোনও তথ্য পাওয়া যায়নি। কাজেই চিন্তার এত কারণ নেই। শিশুদের শরীরে কোভিড সংক্রমণের কারণে কোনও জটিলতা দেখা যায়নি। বেশির ভাগ সংক্রমণ মৃদু।

যেসব শিশু সংক্রমণজনিত রােগে হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের কোমর্বিডিটি ছিল। এ প্রসঙ্গে গুলেরিয়া আরও বলেন, ‘তৃতীয় ঢেউ আসার আগে শিশু ও কমবয়সীদের মধ্যে সংক্রমণ ছড়াবে এই ভয় বেশি মাত্রায় চেপে যাচ্ছে। এমনও খবর ছড়িয়ে গিয়েছে, শিশুরা হাই রিস্ক গ্রুপে আছে।

এতে এটা উদ্বেগের কারণ নেই। কেন না এখনও পর্যন্ত বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এমন কোনও তথ্য ও প্রমাণ দেখাতে পানেনি, যাতে এই সম্ভাবনা প্রবল হয়। খুব জোর সর্দি – কাশি, পেটের ব্যথার মতাে উপসর্গ দেখা দিতে পারে। নিউমােনিয়ার লক্ষণ দেখা দিলে তাও দ্রুত চিকিৎসায় সেরে যাবে।