ছত্তিশগড়ের সুকমা জেলার কিস্টারাম এলাকার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন নকশাল নিহত হয়েছে। শনিবার সুকমার পুলিশ সুপার কিরণ চাভান জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী এগিয়ে যেতেই নকশালরা গুলি চালাতে শুরু করে, যার জবাবে ডিআরজি জওয়ানরা পাল্টা গুলি চালায়। সংঘর্ষস্থল থেকে স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
একই সঙ্গে ছত্তিশগড়ের বিজাপুর জেলার দক্ষিণাঞ্চলেও পৃথক অভিযানে ডিআরজি জওয়ানদের সঙ্গে সংঘর্ষে আরও দুই নকশাল নিহত হয়েছে। ওই এলাকায় সশস্ত্র নকশালদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল।
বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানান, ভোর প্রায় ৫টা নাগাদ নিরাপত্তা বাহিনীর সঙ্গে নকশালদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয় এবং এরপর থেকে থেমে থেমে কিছুক্ষণ অন্তর অন্তর গুলির লড়াই চলেছে। তল্লাশি অভিযানের সময় এখনও পর্যন্ত দু’জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূলের যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তা সামনে রেখে নিরাপত্তা বাহিনী বামপন্থী চরমপন্থার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বস্তার ডিভিশনের বিভিন্ন জেলার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ২৫৬ জন নকশাল নিহত হয়েছে।