বাজারে আসছে সস্তার ‘কোর্বেভ্যাক্স’ 

প্রতীকী ছবি (File Photo: iStock)

টিকাকরণে গতি আনতে আরও বেশ কয়েকটি টিকাকে ছাড়পত্র দিল কেন্দ্র। এর মধ্যে রয়েছে বায়ােলজিক্যাল ই সংস্থার ‘কোর্বেভ্যাক্স’।

এখনও পর্যন্ত যে টিকাগুলি দেশে ব্যবহার হচ্ছে, তার মধ্যে এই টিকা সব থেকে সস্তা হতে পারে বলে জানা যাচ্ছে। এই টিকা প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল ইতিমধ্যে সম্পূর্ণ।

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই টিকাকে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অনুমতি দিয়েছে। আগস্ট থেকে এই টিকার উৎপাদন শুরু হওয়ার কথা।


ডিসেম্বর মাসের মধ্যে ৩০ কোটি ‘কোর্বেভ্যাক্স’ টিকা উৎপাদন হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্র এর জন্য ১৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে।

কোর্বেভ্যাক্সেরও দু’টি ডোজ নিতে হবে। এই টিকার দাম হতে পারে ৪০০ টাকারও কম।