অনলাইনে টিকিট কাটার সময়ে বদল, ২৯ ডিসেম্বর থেকে নয়া নিয়ম

অনলাইনে সংরক্ষিত ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীদের জন্য সময়সীমা আরও বাড়াতে চলেছে ভারতীয় রেল। আধার যাচাইকৃত আইআরটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার নির্দিষ্ট সময় ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।

এর আগে রেলের তরফে জানানো হয়েছিল, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র আধার যাচাইকৃত আইআরটিসি অ্যাকাউন্ট ব্যবহার করেই অনলাইনে সংরক্ষিত টিকিট কাটা যাবে। এই সময়সীমাতেই এবার পরিবর্তন আনা হচ্ছে। রেলের ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর থেকে সকাল ১০টার পরিবর্তে বেলা ১২টা পর্যন্ত আধার যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা। অর্থাৎ, প্রথম ধাপে এই সময়সীমা বাড়িয়ে চার ঘণ্টা করা হচ্ছে।

এরপর আগামী বছর ৫ জানুয়ারি থেকে সময়সীমা আরও বাড়িয়ে আট ঘণ্টা করা হবে। সে ক্ষেত্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আধার যাচাইকৃত আইআরটিসি অ্যাকাউন্ট থেকেই সংরক্ষিত টিকিট কাটতে পারবেন যাত্রীরা। রেলের পরিকল্পনা অনুযায়ী, তার পরের সপ্তাহে আরও বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ১২ জানুয়ারি থেকে এই সময়সীমা বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হবে।


টিকিট কাটায় অনিয়ম রুখে দেওয়া রেলের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বলে খবর। দীর্ঘদিন ধরেই অভিযোগ, বুকিং শুরু হতেই মুহূর্তের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। অনেক যাত্রী কাউন্টারে গিয়েও টিকিট পান না। অথচ সেই একই টিকিট পরে এজেন্টদের কাছ থেকে চড়া দামে পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এজেন্টরা একাধিক ভুয়ো আইআরটিসি আইডি ব্যবহার করে একসঙ্গে বহু টিকিট বুক করে রাখেন এবং পরে তা কালোবাজারে বিক্রি করেন।

এই অনিয়ম ঠেকাতে আগেই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করেছিল রেল। পরে সেই নিয়ম সাধারণ সংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও চালু করা হয়। এবার সেই ব্যবস্থাকে আরও কার্যকর করতে টিকিট কাটার সময়সীমা ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।