টিকা নেওয়ার শংসাপত্র থাকলে মদ মিলবে যোগী রাজ্যে

প্রতীকী ছবি (File Photo: iStock)

টিকা নেওয়ার শংসাপত্র না থাকলে পাওয়া যাবে না মদ, এরকমই একটি নােটিশ ঝােলানাে হয়েছে উত্তরপ্রদেশের এটাওয়া জেলার সাইফাই শহরের মদের দোকানে। এই জেলার অতিরিক্ত জেলাশাসক হেমকুমার সিংয়ের নির্দেশে এই নােটিশ ঝােলানাে হয়েছে বলে জানা যাচ্ছে। 

অতিরিক্ত জেলাশাসক কয়েকদিন আগে জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে বিভিন্ন মদের দোকান পরিদর্শনে গিয়েছিলেন। তারপর তিনি এই নির্দেশ দেন। 

কোভিড টিকা যাঁরা নেননি, তাদের মদ বিক্রি করা যাবে না। মদের দোকানের মালিকদের সাফ জানানাে হয়েছে, টিকাকরণের শংসাপত্র ছাড়া কাউকে মদ দেওয়া যাবে না। অতিরিক্ত জেলাশাসক হেমকুমার সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আরও বেশি লােককে টিকা দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।


যদিও এই জেলার আবগারি অফিসার কমলকুমার শুক্ল জানিয়েছেন, এরকম কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সব মিলিয়ে এই নােটিশকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক এবং বিভ্রান্তি।