রাজনৈতিক দলগুলির গোপন অনুদান সংক্রান্ত মামলা গ্রহণ করে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড বাতিল হলেও, রাজনৈতিক দলগুলির গোপনে নগদ অনুদান পাওয়া বন্ধ হয়নি। নিয়ম অনুযায়ী, ২ হাজার টাকার কম অনুদান পেলে রাজনৈতিক দলগুলি সেই তথ্য প্রকাশ্যে নাও আনতে পারে। সেক্ষেত্রে দাতার নামও প্রকাশ করতে হয়না। যিনি অনুদান দিচ্ছেন তাঁকেও আয়করের আওতায় আসতে হয়না। এই নিয়মকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্ট। তারই পরিপ্রেক্ষিতে জবাব তলব করেছে শীর্ষ আদালত।
বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন খেম সিং ভাটি নামে এক ব্যক্তি। তাঁর দাবি, সব রকমের রাজনৈতিক অনুদানকেই আয়করের আওতায় আনতে হবে। আয়কর আইনের ১৩এ ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন ওই ব্যক্তি।
বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নোটিস জারি করেছে এবং জনস্বার্থ মামলা নিয়ে তাদের প্রতিক্রিয়া চেয়েছে। ধারা ১৩এ অনুসারে, একটি রাজনৈতিক দলের আয় করমুক্ত হতে পারে – ১) গৃহ সম্পত্তি থেকে আয়ের ক্ষেত্রে, ২) অন্যান্য উৎস থেকে আয়, ৩) মূলধন লাভ এবং স্বেচ্ছাসেবী অনুদানের মাধ্যমে দলের যে কোনও ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত আয়। তবে এসব ক্ষেত্রে অনুদানের সীমা সর্বোচ্চ ২ হাজার টাকা।
একে চ্যালেঞ্জ করে আইনজীবী জয়েশ কে উন্নিকৃষ্ণণের মাধ্যমে দায়ের করা আবেদনে বলা হয়েছে যে, আয়কর আইনের ধারা ১৩এ-র ধারা (ঘ) সংবিধানের ১৪ এবং ১৯(১)(ক) ধারা লঙ্ঘন করে এবং রাজনৈতিক দলগুলিকে যে কোনও পরিমাণ অর্থদানকারী ব্যক্তির নাম এবং সমস্ত বিবরণ প্রকাশ করতে বলে। এরপর পাঁচের পৃষ্ঠায়