রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস দেবে কেন্দ্র

প্রতিনিধিত্বমূলক চিত্র

পুজোর আগে সুখবর রেলকর্মীদের জন্য। বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস দেবে কেন্দ্রীয় সরকার। ১০.৯০ লক্ষ কর্মচারী এই বোনাস পাবেন। রেল মন্ত্রক জানিয়েছে, রেলকর্মীদের অসাধারণ কর্মক্ষমতার স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরই সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ১০,৯১,১৪৬ রেল কর্মচারীকে ১৮৬৫.৬৮ কোটি টাকায় ৭৮ দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (পিএলবি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেল কর্মচারীদের জন্য পুজো ও দীপাবলির বোনাস হিসাবে তাদের ৭৮ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর পুজো ও দীপাবলির আগে যোগ্য রেল কর্মচারীদের বোনাস দেওয়া হয়। অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, এই বছর সুযোগ্য রেল কর্মচারীরা সর্বাধিক ১৭,৯৫১ টাকা বোনাস পাবেন। লোকো পাইলট, ট্রেনের ম্যানেজার-গার্ড, স্টেশন মাস্টার, ট্র্যাকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী, সুপারভাইজার, পয়েন্টসম্যান, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ সি কর্মচারীরা এই বোনাস পাবেন। তবে আরপিএফ অফিসার ও কর্মীরা সেই বোনাস পান না।

সরকার বিবৃতিতে জানিয়েছে, ২০২৪-২৫ সালে রেলের কর্মীরা খুব ভালো কাজ করেছেন। ১৬১৪.৯০ মিলিয়ন টন রেকর্ড কার্গো পরিবহণ হয়েছে। প্রায় ৭৩০ কোটি সংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। এমতাবস্থায় তাঁদের উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।