পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা:- পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসা রুখতেই এই নির্দেশ আদালতের। আগামী ৮ জুলাই ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট
কেন্দ্রে পৌঁছতে পারে এবং তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই আশা কমিশনের কাছে রাখছে বলে এদিন জানায় হাইকোর্ট। মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সেটাই কাম্য বলেও মত আদালতের। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ভোটের পরেও হিংসার ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা যায়। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে বাংলায়। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। ভোট পরবর্তী হিংসার আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী যাতে থাকে সেই আবেদন জানানো হয়। এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ, ভোটের পরেও বাহিনী থাকবে বাংলায়। অন্তত ১০ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্দেশ আদালতের। মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। ফলপ্রকাশিত হবে আগামী ১১ জুলাই। একসঙ্গে গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গননা চলবে। আর এই গনণার কাজ শেষ হতে বুধবার দুপুর গড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা। ফলে এরপর থেকে ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্দেশে জানিয়েছেন ডিভিশন বেঞ্চ। এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। যদিও আদালতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বিল্লোদল ভট্টাচার্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে জানান, সারা দেশ থেকে বাহিনী আসছে পশ্চিমবঙ্গে। তবে প্রধান বিচারপতি অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বলেন, আপনারা চেষ্টা করুন যাতে শুক্রবার সন্ধ্যের মধ্যেই সমস্ত বাহিনী পৌঁছে যায়।
অন্যদিকে সলিসিটার জেনারেল জানিয়েছেন তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে সময় মতো বাহিনী পৌঁছে যেতে পারে।