দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বছরভর সমীক্ষায় উদ্যোগী কেন্দ্র

প্রতিনিধিত্বমূলক চিত্র

করোনা পর্বে লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। কর্মসংস্থান, আয়, বাসস্থানের নিরাপত্তা, সব মিলিয়ে তাঁদের কষ্টকর জীবনযাত্রার ছবি সামনে এসেছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে পরিযায়ী শ্রমিকদের বর্তমান পরিস্থিতি জানতে এবার বছরভর সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিষয়টি জানিয়ে দিয়েছে শ্রম মন্ত্রক।

শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী বছর জুলাই থেকে শুরু হয়ে তার পরের বছরের জুন পর্যন্ত চলবে এই সমীক্ষা। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করা হবে। আন্দামান ও নিকোবর এই সমীক্ষার আওতায় থাকছে না। সমীক্ষকেরা জানাবেন, দেশের কোন এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, কোন কোন রাজ্যে গিয়ে তাঁরা কাজ করেন, কেন তাঁরা স্থানান্তরিত হতে বাধ্য হন, কতদিন তাঁরা বাইরে কাজ করেন।

২০০৭-০৮ সালে এনএসও-র উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের নিয়ে শেষ বড় সমীক্ষা চালানো হয়েছিল। পরে ২০২-২১ সালে সীমিত পরিসরের একটি নমুনা সমীক্ষা হয়েছিল। কেন্দ্রের মতে, করোনা মহামারির পরে শ্রমক্ষেত্রে বড় রকমের পরিবর্তন এসেছে। সেই কারণে আরও নির্ভুল তথ্য সংগ্রহ করাই এই নতুন সমীক্ষার মূল লক্ষ্য।


নতুন নিয়ম অনুযায়ী, যাঁরা নিজেদের স্থায়ী বাসস্থান ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করেন, তাঁদের পরিযায়ী শ্রমিক হিসেবে গণ্য করা হবে। আর বছরে ১৫ দিন থেকে ছয় মাস বাইরে কাজ করলে তাঁকে স্বল্পমেয়াদি পরিযায়ী ধরা হবে। গ্রাম ও শহর, দুই অঞ্চল থেকেই সমীক্ষকেরা আর্থ-সামাজিক সব তথ্য সংগ্রহ করবেন। কেন্দ্রের আশা, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এই সমীক্ষা অনেকটাই সাহায্য করবে।