গোটা দেশে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের মূল বিষয় হল ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর উদযাপন। নয়াদিল্লির কর্তব্য পথে হবে অনুষ্ঠান। সকাল ৯:৩০ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ’-এ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৯:৪৫ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পতাকা উত্তোলনের পরে কুচকাওয়াজ অনুষ্ঠান হবে। ইউরোপীয় ইউনিয়নের দুই নেতা— আন্তোনিও কস্তা (ইউরোপীয় কাউন্সিলের সভাপতি) এবং উরসুলা ভন ডের লেয়েন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।