তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের, টিভিকের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারির দাবি

করুর পদপিষ্টের ঘটনায় এবার বিপাকে অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দলের যাবতীয় কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারির দাবি করে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের। রবিবার মাদ্রাজ হাইকোর্টে এই মামলা দায়ের করেন পদপিষ্ট হয়েও কোনওমতে বেঁচে ফেরা এক ব্যক্তি।

শনিবার তামিলনাড়ুর করুরে তামিলাগা ভেটরি কাজগাম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা তথা অভিনেতা বিজয় একটি জনসভার ডাক দেন। সভার মূল বক্তা ছিলেন তিনি নিজেই। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। প্রায় ছ’ঘণ্টা দেরিতে বিজয় সভাস্থলে এসে পৌঁছোন বলে অভিযোগ। তারফলে ভিড় মাত্রা ছাড়িয়ে যায় বলে খবর। অনেকে গরমে অসুস্থও হয়ে পড়েন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ পদপিষ্টের ঘটনাটি ঘটে। বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মারা গেছেন ৪০ জন।  তার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। জখম শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনায় কোনও রকমে বেঁচে যান সেন্থিলকান্নান নামে এক ব্যক্তি। আহত অবস্থায় তিনি বলেন,  এটা নিছক দুর্ঘটনা নয়  বরং বেপরোয়া পরিকল্পনা।  চরম অব্যবস্থা ও সাধারণ মানুষের নিরাপত্তার চরম গাফিলতির ফল। আদালতে নিজের আবেদনে সেন্থিলকান্নান জানিয়েছেন,  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দেওয়া হোক টিভিকে দলের যাবতীয় সভা বাতিলের। আদালতে তাঁর যুক্তি, সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে জননিরাপত্তা যেখানে ঝুঁকির মুখে সেখানে কোনও সমাবেশের অনুমতি দেওয়া যায় না।


মধ্যরাতেই আহতদের সঙ্গে দেখা করতে করুরের সরকারি হাসপাতালে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে  স্ট্যালিন। আহতদের কয়েক জনের সঙ্গে কথা বলেন তিনি। স্ট্যালিন জানিয়েছেন, তামিলনাড়ু সরকার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা দেবে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে এক লক্ষ টাকা। ইতিমধ্যেই এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত হাই কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন তিনি। বিচারপতি অরুণা জগদীশন ওই কমিটির নেতৃত্ব দেবেন।

স্ট্যালিন এদিন আক্ষেপের সুরে বলেন, তামিলনাড়ুর ইতিহাসে এর আগে কোনও রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের প্রাণ যায়নি। মুখ্যমন্ত্রী প্রার্থনা করেছেন, আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে। স্ট্যালিন এই প্রসঙ্গে আরও বলেন, ‘তদন্তে সত্য উঠে আসবে। আমি রাজনৈতিক উদ্দেশে কোনও মন্তব্য করতে চাই না। সত্য প্রকাশ্যে আসার পরেই কঠোর পদক্ষেপ করা হবে।‘

তামিলনাড়ু পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জি ভেঙ্কটরমন জানান, ‘সভার উদ্যোক্তারা ১০ হাজার লোকের জমায়েতের জন্য অনুমতি চেয়েছিলেন। কিন্তু তার তিন গুণ লোক সভায় যোগ দিয়েছিলেন।’ ওই পুলিশ আধিকারিক একটি সংবাদ সংস্থাকে জানান, ‘এর আগে টিভিকে-র জনসভায় কখনও এত লোক হয়নি। কিন্তু এ বারের ভিড় প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ১০ হাজার মানুষের সমাগম হবে, এমনটা ধরে নিয়ে আমাদের কাছে বড় মাঠের জন্য আবেদন জানিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু প্রায় ২৭ হাজার মানুষ জড়ো হন ওই মাঠে।‘

দুর্ঘটনার খবর পাওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘তামিলনাড়ুর করুরে রাজনৈতিক সমাবেশের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই সকল পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও করুরের পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। স্ট্যালিনের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের তরফে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

পদপিষ্টের ঘটনা নিয়ে বিজয় সোশাল মিডিয়ায় লিখেছেন, ’আমার হৃদয় বিদীর্ণ। শোকপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যে সব ভাই-বোনেদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।‘

মৃতদের পরিবারপিছু ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন টিভিকে-র প্রতিষ্ঠাতা তথা অভিনেতা বিজয়। আহতদের চিকিৎসার জন্যও ২ লক্ষ টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এই ঘটনার পর সুরক্ষা বাড়ানো হয়েছে তামিলাগা ভেটরি কাজাগম তথা টিভিকে দলের প্রতিষ্ঠাতার। বিজয়ের চেন্নাইয়ের বাড়ির সুরক্ষা বাড়ানো হয়েছে বলে তামিলনাড়ু প্রশাসন সূত্রে খবর।

করুরে পদপিষ্টের ঘটনায় ডিএমকে-র দিকে অভিযোগের আঙুল তুলল বিজয়ের টিভিকে পার্টি। এই ঘটনার পিছনে ডিএমকে-র ‘ষড়যন্ত্র’ রয়েছে বলেও দাবি করা হয়েছে। একটি সংবাদমাধ্যমে টিভিকে-র আইনজীবী আরিভাঝাগান জানিয়েছেন, তামিলনাড়ুর ঘটনায় মাদ্রাজ হাইকোর্টে একটি বিশেষ তদন্ত দল গঠন বা সিবিআই তদন্ত করার জন্য আবেদন করা হয়েছে।

টিভিকে-র আইনজীবী আরিভাঝাগান ওই সংবাদমাধ্যমে বলেন, ‘করুরের ঘটনা একটি ষড়যন্ত্র। একটি অপরাধমূলক ষড়যন্ত্র ছিল। তাই আমরা হাইকোর্টকে অনুরোধ করেছি যে রাজ্যের কোনও সংস্থাকে দিয়ে নয়, স্বাধীনভাবে ঘটনাটির তদন্ত করা হোক।’