দিল্লি বিমানবন্দরে টার্মিনাল-৩-এ একটি বাসে আগুন লেগে যায়। বাসটির পাশেই দাঁড়িয়ে ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। বাসটি দাউদাউ করে জ্বললেও তাতে ছিলেন না কোনও যাত্রী। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। কীভাবে খালি বাসে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার। জানা গিয়েছে বাসটি এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের। টার্মিনাল-৩-এর বে-৩২-এর কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটিতে আচমকা আগুন লেগে যায়। বিভিন্ন বিমানসংস্থা ভাড়া নেয় বাসটিকে।
আগুন লাগার ঘটনাটিকে ‘অপ্রীতিকর’ বলে উল্লেখ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ড নজরে আসতেই দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনার জেরে কোনও প্রাণহানি ঘটেনি। কী ভাবে বাসে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বাসটিতে আগুন লাগার সময় চালক ছাড়া তাতে আর কেউ ছিলেন না। আগুন লাগার পর বাস থেকে বেড়িয়ে পড়েন চালক। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দিল্লি বিমানবন্দরে।