ভয়াবহ ভূমিধসে পাহাড়ে বাস দুর্ঘটনা, প্রাণ গেল ১০ জনের

দুর্ঘটনাগ্রস্ত এলাকায় চলছে উদ্ধারকাজ। ছবি: এএনআই

ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে মৃত্যু হল অন্তত ১০ জনের, আহত বহু। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঝান্ডহুটা উপবিভাগের বালুরঘাট এলাকায়। মঙ্গলবার বিকেলে আচমকা পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথর ও কাদামাটির স্রোত একটি বেসরকারি যাত্রীবাহী বাসের উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাসটি ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে যায়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতভর চলছে উদ্ধার অভিযান। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিলাসপুরের অতিরিক্ত জেলা শাসক ওম কান্ত জানিয়েছেন, ‘ভূমিধসে বাসটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌছেছে প্রশাসন, পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। যুদ্ধকালীন তৎপরতায় চলছে খনন ও উদ্ধার কাজ।’


প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাহাড়ের ঢালে চলছিল রাস্তা সম্প্রসারণের কাজ। সেই সময়েই আকস্মিকভাবে ভূমিধস নামে। আর সেই ধসের মুখে পড়ে যাত্রীবাহী বাসটি। কিছু যাত্রী জানালা ভেঙে বেরিয়ে আসতে পারলেও, অনেকেই ধ্বংসস্তূপে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।

এদিকে, পাহাড়ি এলাকায় ক্রমবর্ধমান ভূমিধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বিলাসপুর জেলায়। রাজ্য সরকার ইতিমধ্যেই নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা করেছে।

রাজ্য প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘নিয়মিত বৃষ্টি ও পাহাড় কেটে নির্মাণকাজের ফলে এলাকায় ভূমিধসের আশঙ্কা অনেক বেড়ে গিয়েছে। এই দুর্ঘটনা তারই ভয়াবহ উদাহরণ।’

বর্তমানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ যাত্রীদের সন্ধানে তৎপর। প্রশাসনের তরফে দুর্গত এলাকায় পর্যাপ্ত চিকিৎসক, অ্যাম্বুল্যান্স ও জরুরি সামগ্রী মোতায়েন করা হয়েছে।