মেরামতির পর ঘরে ফিরবে ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় এসে বিপাকে পড়ে ব্রিটিশ যুদ্ধ বিমান এফ-৩৫। গত ১৪ জুন বাধ্য হয়ে কেরলে জরুরি অবতরণ করে বিমানটি। টানা ২২ দিন রানওয়েতে দাঁড়িয়ে থাকলেও এতদিনে সেটি সচল করা যাচ্ছিল না। অবশেষে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা বিমানটি পরীক্ষা করে বুঝতে পারেন বিমানটিকে মেরামত না করে সচল করা সম্ভব নয়। তাই শেষমেশ তাকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। বিশ্বের অন্যতম দামী যুদ্ধবিমানটি ব্রিটিশ ইঞ্জিনিয়াররা দ্রুত সারাই করার চেষ্টা করছেন।

প্রথমে শোনা গিয়েছিল, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ভারতে মেরামত করা সম্ভব নয়। বিমানটিকে এয়ারলিফট করে ব্রিটেনে ফেরত নিয়ে যাওয়া হবে বলে খবর রটে। সেই সব জল্পনার মধ্যে এবার খবর পাওয়া যাচ্ছে, টেক অফের উপযোগী করে আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধবিমানটিকে ব্রিটেনে নিয়ে যাওয়া হবে।

সূত্রের খবর, ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের একটি দল যুদ্ধবিমানটিকে বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাঁরা বিমানটির যান্ত্রিক ত্রুটি খুঁজে বের করতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন এক ভারতীয় আধিকারিক। সেটির হাইড্রোলিকে কিছু সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। সেই ত্রুটি মেরামত করতে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটিকে আগামী কয়েকদিনের মধ্যে টেক অফের উপযোগী অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


উল্লেখ্য, পঞ্চম প্রজন্মের এই ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’ ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় অংশগ্রহণ করে। তারই একটি অংশ হিসেবে আকাশে উড়েছিল ওই ‘এফ-৩৫বি’। কিন্তু গত ১৪ জুন ভারত মহাসাগরের উপর দিয়ে মাঝ আকাশে ওড়ার সময় জ্বালানিতে টান পড়তেই ঘটে এই বিপত্তি। উড়ানটি কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়। কিন্তু একাধিকবার চেষ্টা করেও সেটিকে সক্রিয় করা যায়নি। ফলে বিষয়টি জটিল হতে শুরু করে।