জামিনের জন্য মালিয়া লিখিত আবেদন খারিজ করল ব্রিটেনের আদালত

বিজয় মালিয়া (ছবি- AFP)

ঋণ-খেলাপী ব্যবসায়ী বিজয় মালিয়ার জামিনের লিখিত আবেদন খারিজ করল আদালত।তবে মৌখিক আবেদন শুনবে আদালত।এসবিআই থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক তাঁর থেকে ৯হাজার কোটি টাকা পাবে।এর আগে ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট কোর্ট জানায় মালিয়াকে ভারতের আদালতে উপস্থিত হয়ে জবাব দিতে হবে।

একটা সময় বিজয় মালিয়া ছিলেন কিং অফ গুড টাইমস।এখন বিলেতে বসে তাঁর বিরুদ্ধে থাকা মামলা থেকে বাঁচতে চাইছেন কোন রকমে।৪৮ ঘণ্টা আগেই তিনি জানিয়েছিলেন মাসের খরচ কমিয়ে দিতে চান।স্টেট ব্যাংক থেকে শুরু করে অন্য কয়েকটি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তা পরিশোধ না করেই দেশ ছেড়েছেন মালিয়া। ব্যাংকের টাকা পরিশোধ করতে মাসের খরচ ২৯হাজার৫০০ পাউন্ড কমাতে চান।তিনি এখন প্রতি সপ্তাহে ১৮৩০০ পাউন্ড খরচ করেন তিনি।তাঁর আইনজীবী এসবিআই কে একথা জানিয়েছেন বলে বিলেতের আদালতে ব্যাঙ্ক দাবি করেছে।কিন্তু ব্যাঙ্ক চায় বিলেতে মালিয়ার একাউন্টে যে ২৮৫ হাজার পাউন্ড আছে,তার অধিকার পেতে।হিসাব বলছে, ব্যাংক বিজয় মালিয়ার থেকে ১.১৪২ বিলিয়ন ডলার পায় ।তবে তার জন্য ক্রমশ পরিস্থিতি খারাপ হয়ে আসছে।টাকা নয়ছয় সংক্রান্ত মামলা শোনার জন্য গঠিত বিশেষ আদালত তাঁকে ঋণ-খেলাপি ব্যবসায়ীর তকমা দিয়েছে। এই পদক্ষেপকে নারকীয় আখ্যা দিয়ে বিজয় মালিয়ার দাবি এর ফলে যারা টাকা দিয়েছেন, তারা আরো অসুবিধেয় পড়বেন।