পুণেতে নদীর উপর ভেঙে পড়ল সেতু, মৃত ২, নিখোঁজ অন্তত ১৫

মহারাষ্ট্রের পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর ভেঙে পড়েছে একটি সেতু। রবিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় ওই সেতু থেকে প্রায় ২০জন পড়ে যান নদীতে। তাঁদের মধ্যে পাঁচ-ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০-১৫ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, এখনও পর্যন্ত দু;জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৩২ জন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

পুণের দেহু জেলার কুণ্ডমালা এলাকায় ওই সেতুটিতে এবং পরিপার্শ্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসেন। বিশেষত বর্ষার সময় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন বহু পর্যটক।


জানা গিয়েছে, রবিবার দুরপুর সাড়ে তিনটে নাগাদ বহু পুরানো এই সেতুটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সে সময় ওই সেতুর উপর প্রায় ১৫ থেকে ২০ জন পর্যটক ছিলেন। ভেঙে পড়া সেতুর নিচে দু’জন মহিলা আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার কাজ চলছে।