মুম্বইয়ে বিস্ফোরণের হুমকি, নয়ডা থেকে গ্রেপ্তার অভিযুক্ত

৪০০ কেজি আরডিএক্স, ৩৪ মানববোমা ও ১৪ জন পাক জঙ্গি দিয়ে মুম্বই শহরে বিস্ফোরণ ঘটিয়ে এক কোটি মানুষকে হত্যার হুমকির ঘটনায় নয়া মোড়। এই হুমকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অশ্বিনী। তাঁকে নয়ডার সেক্টর ১১৩ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে একটি বার্তা আসে, যেখানে স্পষ্ট করে বলা হয় যে, মুম্বইয়ের বিভিন্ন জায়গায় বড়সড় বিস্ফোরণ ঘটানো হবে। হুমকিদাতা দাবি করেন, বিস্ফোরণে ব্যবহার করা হবে ৪০০ কেজি আরডিএক্স, শহরে ইতিমধ্যে প্রবেশ করেছে ৩৪ মানববোমা এবং ১৪ জন পাকিস্তানি জঙ্গি। ওই বার্তায় লস্কর-ই-জিহাদির নামও উল্লেখ করা হয়।

এই হুমকি পাওয়ার পরেই গোটা মুম্বই শহরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। গণেশ চতুর্থীর উৎসবের ভিড়ের মধ্যে এমন হুমকি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। শহরের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জায়গাগুলিতে বাড়ানো হয় নজরদারি, মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।


মুম্বই পুলিশের সাইবার সেল এবং অপরাধ দমন শাখা তৎপর হয়ে ওঠে বার্তাপ্রেরকের সন্ধানে। তদন্তের মাধ্যমে হুমকিদাতার অবস্থান চিহ্নিত করা যায় নয়ডার সেক্টর ১১৩ এলাকায়। এরপর মুম্বই পুলিশ যোগাযোগ করে নয়ডার পুলিশ কমিশনার লক্ষ্মী সিংয়ের সঙ্গে। গঠন করা হয় একটি বিশেষ দল। যৌথ অভিযানে শেষপর্যন্ত গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অশ্বিনীকে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতের মানসিক অবস্থারও মূল্যায়ন করা হচ্ছে। তাঁর হুমকি কতটা বাস্তবসম্মত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত তাঁকে মুম্বই পুলিশের হেফাজতে আনা হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। মুম্বই পুলিশ সূত্রে জানানো হয়েছে, গণেশ উৎসবের সময় যাতে কোনও রকম অশান্তি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। শহরের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।