মাদ্রাজ হাইকোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং ১টি স্কুলে আরডিএক্স বিস্ফোরক লাগানো রয়েছে বলে ফের বোমা-হমকি দেওয়া হয় শুক্রবার। সূত্রের খবর, শুক্রবার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়। হুমকিবার্তা পাওয়ার পরই হৈচৈ পড়ে যায়। যে সব জায়গায় হুমকিবার্তা পাঠানো হয়েছে, সেই সমস্ত জায়গায় কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, দফায় দফায় চলে তল্লাশি।
সূত্রের মতে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটি ই-মেল পাঠানো হয়েছিল, যাতে দাবি করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস, মাদ্রাজ হাইকোর্ট এবং একটি স্কুলে আরডিএক্স বিস্ফোরক লাগানো হয়েছে।
হুমকির পরই বম্ব স্কোয়াড আইনজীবী-সহ আদালতে উপস্থিত সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্ট চত্বরে এবং হাইকোর্টের ভিতরে বিভিন্ন জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায়। হুমকির উৎস কী এবং বিশ্বাসযোগ্যতা কতটা তা নিয়ে তদন্ত চলছে। আশঙ্কিত না হয়ে প্রশাসনের তরফে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। মার্কিন দূতাবাসেও চিরুনি তল্লাশি শুরু হয়। স্কুল খালি করে দিয়ে তল্লাশি চালানো হয়।
সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে বোমাতঙ্ক ছড়ায়। সেই অ্যাপার্টমেন্টে ৩০০ পরিবারের বাস। আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা। পুলিশ এবং বম্ব স্কোয়াড এসে তল্লাশি চালায়। ২৩ জুলাই বেঙ্গালুরুর কলসিপালিয়া বাসস্ট্যান্ডের কাছে একটি ব্যাগে প্রচুর জিলেটিন স্টিক উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছিল।