মাওবাদী এলাকায় ক্যাম্প থেকে উদ্ধার আধাসেনা জওয়ানের দেহ

অসম রাইফেলস

ঝাড়খণ্ডের মাওবাদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে একজন আধাসেনা জওয়ানের মৃতদেহ। সারান্ডার জঙ্গলে আধাসেনার একটি নজরদারির ক্যাম্পে কর্মরত ছিলেন ওই জওয়ান। পশ্চিম সিংভূম জেলার ওই ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে তাঁর মৃতদেহ।

মৃত জওয়ানের নাম রাজেশ কুমার। তিনি কেন্দ্রীয় আধাসেনা বাহিনী সিআরপিএফ-এর ১৯৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সারান্ডার নজরদারি ক্যাম্পে ডিউটি পরিবর্তনের সময় যখন অন্য একজন সিআরপিএফ জওয়ান ক্যাম্পে যান, তখনই তিনি রাজেশের দেহ পড়ে থাকতে দেখেন সেখানে।

ক্যাম্পের ভিতর থেকে ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। রাজেশকে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


ঠিক কী কারণে রাজেশের মৃত্যু হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। রাজেশের দেহ জামশেদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।