গুজরাত পুরভােটে বিজেপি’র জয়জয়কার

প্রতীকী ছবি (File Photo: IANS)

আজ ভােট গণনা শুরু হওয়ার ঘন্টা খানেকের মধ্যে পুর নির্বাচনে বিজেপি এগিয়ে থাকার কথা ঘােষণা করেছিল। ৮১ টা কেন্দ্রের বেশিরভাগেই ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, ইভিএম মেশিন নিজের কাছে রাখার অভিযােগে ভদোদরা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানাে হয়েছে, ‘গুজরাত পুর অঞ্চলে ৫৮,৮২ শতাংশ, জেলা পঞ্চায়েত এলাকায় ৬৫.৮০ শতাংশ, তালুকা পঞ্চায়েত এলাকায় ৬৬, ৬০ শতাংশ মানুষ ভােট দিয়েছেন।’


রবিরার গুজরাতে পুর নির্বাচন হয়েছিল। দাহুদ জেলার ঝালাের তালুকার গােড়িয়া বুথে পরের দিনই রি-পােলিং হয়। ওই বুথে ভােটের দিন তিনজন দুটো ইভিএম মেশিন নষ্ট করে দিয়েছিল।

প্তম্ভ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। ৮৪৭৪ আসনের মধ্যে ২৭৭১ টি আসরে ফলাফল ঘােষণা হওয়ার পর স্পষ্ট হয়ে যায় জেলা ও তালুকা পঞ্চায়েতে বিরােধী পক্ষ কংগ্রেসের সঙ্গে বিজেপি’র ভােট ব্যবধান রয়েছে।

বিজেপি ২০৮৫ আসনে জিতে গেছে। কংগ্রেস ৬০২ টা আসনে জয় পেয়েছে। সকাল নটা থেকে ৮১ টি পুরসভা আসন, ৩১ টি জেলা পঞ্চায়েত আসন ও ২৩১ টি তালুকা পঞ্চায়েত আসনে ভােট গণনা শুরু হয়েছে।