বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জেতার জন্য ভারতীয় জনতা পার্টি সব রকম ভাবে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই উদ্দেশ্যে হরিয়ানা বিজেপিও সক্রিয়। হরিয়ানার ১৪ জেলায় প্রায় ৩ লক্ষেরও বেশি বিহারী প্রবাসী ভোটার বসবাস করে। হরিয়ানা বিজেপি তাদের সকলকে নির্বাচনে ভোট দিতে বিহারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে নেতারা এই প্রবাসী বিহারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গিয়েছে।
বিজেপি সূত্রে মতে, বিহারের ১৪টি জেলায় প্রবাসী বিহারী বসবাস করেন। রাজ্যের অধিকাংশ জেলা যেগুলি এনসিআর অঞ্চলে অবস্থিত, সেখানে কারখানায় কাজ করা বিহারী শ্রমিকদের বিহার নির্বাচনে অংশগ্রহণের জন্য পাঠানোর কাজে বিজেপির নেতাদের নিয়োগ করা হয়েছে। বিশেষ করে হরিয়ানার গুরুগ্রাম, ফরিদাবাদ, পালওয়াল, ঝজ্জর, রোহতক, সোনিপত, পানিপত এবং করনালের জেলাগুলিতে বড় সংখ্যায় বিহারী প্রবাসী বসবাস করেন।
বিজেপি সূত্রে দাবি, সব প্রবাসী ভোটারদের বিহারে পাঠানোর জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য বিশেষ ট্রেন এবং বাস চালানো হবে। এরপর ফেরার জন্যও ট্রেন এবং বাসের সুবিধা দেওয়া হবে। আগামী ১ বা ২ নভেম্বর থেকে হরিয়ানা থেকে বাস এবং বিশেষ ট্রেন চালানো শুরু হবে এবং এ নিয়ে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, প্রায় দেড় থেকে ৩ লক্ষ ভোটার হরিয়ানার এইসব অঞ্চলে বসবাস করেন, যাদের মধ্যে ১ লক্ষের বেশি ভোটারের সঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। হরিয়ানা বিজেপির নেতারা প্রবাসী বিহারি ভোটারদের কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করে সবেতন ছুটির অনুরোধ জানিয়েছেন।
বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, একা পানিপতেই ২৫ হাজার প্রবাসী বিহারী ভোটার বসবাস করেন, এর মধ্যে প্রায় ২৩০০ ভোটার সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। তাঁদের নাম এসআইআর থেকে মুছে ফেলা হয়েছে, কিন্তু বাকি সকলের ভোট বিহারে রয়েছে। বিজেপি শুধুমাত্র পানিপত থেকে ৮০০ ভোটারকে সমর্থক বানিয়ে বিহারে পাঠাচ্ছে যারা অন্যদের ভোট দেওয়ার কাজে সহায়তা করবে।
তবে এই সমর্থকদের নাম এখন বিহারের ভোটার তালিকায় নেই, তারা ভোটারদের ভোট দেওয়ার জন্য প্রভাবিত করবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি বিহারী শ্রমিকদের বিহার নির্বাচনে ভোট দেওয়ার জন্য পাঠানো সমর্থক দলের প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন গত বুধবার এবং বৃহস্পতিবার। নানা মহল প্রশ্ন তুলছে, এই পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে বিহার পাঠানো হচ্ছে, তারা কি কেবল ভোট দিতে সহায়তা করবে নাকি ছাপ্পা ভোট দিতেও সহায়তা করবে?
বিহার নির্বাচনের কথা মাথায় রেখে, হরিয়ানা বিজেপির ৫৪ প্রভাবশালী নেতা এবং মন্ত্রীদের ইতিমধ্যেই দায়িত্বে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণপাল গুজ্জর, হরিয়ানা সরকারের মন্ত্রী বিপুল গোয়েল, রাও নারবীর সিং, গৌরব গৌতম, স্থানীয় নেতা কৃষ্ণ কুমার বেদী, রাজেশ নাগর এবং ওম প্রকাশ যাদব-সহ ২৫ জন নেতা এই কাজের জন্য বিহার ও হরিয়ানায় সংযোগ রেখে দায়িত্ব পালন করছেন।