দ্বিতীয় ইস্তেহারে বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি ‍বিজেপির: কেজরিওয়াল

ফাইল চিত্র

আসন্ন দিল্লি নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ইস্তেহার প্রকাশ করল ‍বিজেপি। ক্ষমতায় এলে শহরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুঃস্থ শিক্ষার্থীদের জন্য ‘কেজি থেকে পিজি’ পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশ করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেছেন যে, দল শহরের পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা দেবে এবং দুইবারের ভ্রমণ ও আবেদনের ফি ফেরত দেবে। অন্যদিকে এই ইস্তেহারের সমালোচনা করে ‘সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা তুলে দেবে বিজেপি’, ‍এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অর‍বিন্দ কেজরিওয়াল।
 
এছাড়াও দ্বিতীয় পর্‍বের ইস্তেহারে গৃহকর্মীদের জন্য একটি কল্যাণমূলক বোর্ড গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে গৃহকর্মীদের জন্য ১০ লাখ টাকার জীবন বিমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৫ লাখ টাকার দুর্ঘটনা বিমা, তাঁদের সন্তানদের জন্য স্কলারশিপ এবং ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
 
ইস্তেহারে অটোরিকশা ও ট্যাক্সি চালকদের জন্যও কল্যাণ বোর্ড গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে তাঁদের জন্য ১০ লাখ টাকার জীবন বীমা, ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা, গাড়ির বীমা-সহ তাঁদের সন্তানদের জন্য স্কলারশিপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া সমাজে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য বি আর আম্বেদকর স্টাইপেন্ড স্কিম-এর আওতায় প্রতি মাসে ১ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শি‍বির।
 
দ্বিতীয় পর্বে পড়ুয়াদের জন্য ঘোষণা বিরোধীদের টেক্কা দেওয়ার মরিয়া চেষ্টা গেরুয়া শিবিরের। যদিও বিজেপির ইস্তাহারকে পাত্তা না দিয়ে সমালোচনায় সরব হয়েছেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি নির্‍বাচনের আগে যাই প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, সবটাই ভাঁওতা ‍বলে অভিযোগ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ‘অত্যন্ত ভয়ঙ্কর! বিনামূল্যে শিক্ষাব্যবস্থা তুলে দেওয়ার জন্য এটি বিজেপির চাল। এই ইস্তাহার তারই প্রমাণ।’ কেজরির আরও অভিযোগ, ইস্তাহারে বিজেপি স্পষ্ট উল্লেখ করেছে, তারা ক্ষমতায় এলে মহল্লা ক্লিনিক বন্ধ করে দেবে। এভাবে তারা সাধারন মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবাকে ধবংসের মুখে ঠেলে দিচ্ছে।
 
বিজেপি গত সপ্তাহে ৫ই ফেব্রুয়ারি তাদের ইস্তেহারের প্রথম পর্‍ব প্রকাশ করে এবং মহিলাদের মাসিক ২ হাজার ৫০০ টাকা, প্রত্যেক গর্ভবতী মহিলার জন্য ২১ হাজার টাকা, এলপিজি সিলিন্ডার ৫০০ টাকায় এবং প্রবীণ নাগরিকদের জন্য ২ হাজার ৫০০ টাকা পেনশনের প্রতিশ্রুতি দেয়। বিজেপি সভাপতি জেপি নাড্ডা প্রথম ইস্তেহার প্রকাশ করে বলেন, একটি ‘উন্নত দিল্লি’-র ভিত্তি হিসাবে কাজ করবে বিজেপি নেতৃত্বাধীন দিল্লি সরকার। নাড্ডা আশ্বস্ত করেন যে, বিজেপি ক্ষমতায় এলে চলমান সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি ‍বজায় থাকবে এ‍বং সমস্ত প্রকল্প দুর্নীতিমুক্ত করে আরও মজ‍বুত করা হবে।
 
নাড্ডা বলেছিলেন যে, বিজেপি নেতৃত্বাধীন দিল্লি সরকার তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে শহরে ‘আয়ুষ্মান ভারত’ বাস্তবায়নের অনুমোদন দেবে এবং ৫ লক্ষ টাকার অতিরিক্ত স্বাস্থ্য সুরক্ষা দেবে। নাড্ডা ‘মহিলা সমৃদ্ধি যোজনা’-র আওতায় তাদের জন্য ২ হাজার ৫০০ টাকা মাসিক সহায়তা–সহ বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা করেন। ‍বিজেপির ঘোষিত এই ইস্তেহার আপ-এর ২ হাজার ১০০ টাকার নির্বাচনী প্রতিশ্রুতি এবং ‘মুখ্যমন্ত্রী মাতৃত্ব সুরক্ষা যোজনা’-র আওতায় প্রতিটি গর্ভবতী মহিলার জন্য ২১ হাজার টাকা এবং ছয়টি পুষ্টি কিটের আর্থিক সহায়তাকেও ছাড়িয়ে গেছে।
 
হোলি ও দীপাবলিতে একটি বিনামূল্যে সিলিন্ডার সহ দরিদ্রদের জন্য ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপি সভাপতি বলেন, ‘আমরা ৬০ থেকে ৭০ বছর বয়সীদের জন্য প্রবীণ নাগরিক পেনশন ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করব এবং প্রবীণ নাগরিক, বিধবা, ‍বিশেষভাবে সক্ষম এবং ৭০ বছরের বেশি বয়সী নিঃস্বদের জন্য ২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করব।’
 
ত‍বে ক্ষমতাসীন আপ এখনও আনুষ্ঠানিকভাবে তার ইস্তেহার প্রকাশ করেনি। ত‍বে ইতিমধ্যেই কয়েকটি বিনামূল্যে সুযোগ সু‍বিধার প্রস্তাব দিয়েছে। যেমন সংস্কারমুক্ত সরকারী স্কুল, মহল্লা ক্লিনিক এবং বিনামূল্যে বিদ্যুৎ যা আপ সরকার দিল্লির নাগরিকদের দিয়ে আসছে।

দিল্লির মোট ৭০টি বিধানসভা আসনের জন্য ভোট গ্রহণ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটে গণনা হ‍বে ৮ ফেব্রুয়ারি ত্রিভুজ এই প্রতিযোগিতায় বিজেপি এবং কংগ্রেস আপ–কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা থেকে রোখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। জোরকদমে প্রচার শুরু করেছে আপ, বিজেপি ও কংগ্রেস। চলছে প্রতিশ্রুতিতে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা।