ভাঙনের ছায়া মহারাষ্ট্রে শাসকজোট শিবিরে। অভিযোগ মহারাষ্ট্রে জোটধর্ম মানছে না বিজেপি। ইতিমধ্যে দিল্লি দরবারে সেই অভিযোগ জানিয়ে এলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্দে। বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অমিত শাহ এবং জেপি নড্ডাকে নালিশ করে স্থানীয় স্তরের বিজেপি নেতারা যে ভাবে শিবসেনা নেতাদের ভাঙিয়ে নিচ্ছেন, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন শিন্দে।
জানা গিয়েছে, বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে করেন শিন্দে। সংবাদমাধ্যমে শিবসেনার একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বিষয়টি জোটধর্মের বিরোধী বলেও শাহ-নাড্ডাদের স্মরণ করিয়ে দেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের শাসকজোট ‘মহাযুতি’তে বিজেপি, অজিত পওয়ারের এনসিপি ছাড়াও রয়েছে শিন্দের শিবসেনা।
গত কয়েক দিন ধরেই জোটের অন্দরে অসন্তোষ দেখা দিতে শুরু করেছিল। মঙ্গলবার মুম্বইয়ে মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীসের ডাকা মন্ত্রিসভার বৈঠকে গরহাজির ছিলেন শিবসেনার মন্ত্রীরা। তবে উপমুখ্যমন্ত্রী শিন্দে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এখানেই শেষ নয়, বুধবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফড়ণবীস এবং মহারাষ্ট্রের আর এক উপমুখ্যমন্ত্রী অজিত। আমন্ত্রিত হলেও ওই অনুষ্ঠানে যাননি শিন্দে।
মহারাষ্ট্রে পুরসভা স্তরের নির্বাচনের আগে রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র চ্যবন স্থানীয় শিবসেনা নেতাদের পদ্মশিবিরে অন্তর্ভুক্ত করার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন। এই অন্তর্ভুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিন্দে । তবে এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি বিজেপি কিংবা শিবসেনার কোনও নেতা।
স্থানীয় শিবসেনা নেতাদের বিজেপিতে অন্তর্ভুক্ত করা নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন শিবসেনার মন্ত্রীরা। এই বিষয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী ফড়ণবীসের সঙ্গে দেখা করেন তাঁরা। শিবসেনার অভিযোগ, বিজেপি কল্যাণ এবং ডম্বিভলি এলাকায় শিবসেনাকে ভাঙার চেষ্টা করছে। এই এলাকার সাংসদ শিন্দের পুত্র শ্রীকান্ত। বিষয়টি নিয়ে তাই শিবসেনাও যথেষ্ট স্পর্শকাতর।
অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, উল্লাসনগর এলাকায় শিবসেনাই তাঁদের ঘর ভাঙাচ্ছে। এই প্রসঙ্গে সরাসরি কোনও ঘটনার নাম না-করলেও মঙ্গলবার ফড়ণবীস বলেন, “সকলের জোটধর্ম মেনে চলা উচিত এবং শরিক দল থেকে নেতা ভাঙানো উচিত নয়।” এ বার বিজেপির বিরুদ্ধেই জোটধর্ম না-মানার অভিযোগ তুলে শাহদের কাছে নালিশ ঠুকলেন শিন্দে।