বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতীশ নবীন

বিজেপির সর্বভারতীয় সভাপতি  হলেন নীতীন নবীন। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেনতিনি।  মঙ্গলবার , ২০ জানুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব  নিতে চলেছেন ৪৫ বছর বয়সি নীতীন। মঙ্গলবার সকাল ১১.৩০ টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেবেন বিজেপির নতুন সভাপতি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

২০২০ সাল থেকে বিজেপি সভাপতির হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জেপি নাড্ডা।  নাড্ডার মেয়াদ শেষের ঠিক আগেই গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয় নীতীনকে।  সূত্রের খবব, এই পদে নীতীনের নাম প্রস্তাব করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো সোমবার নীতীনের নাম ঘোষণা করা হয়।