চর্মশিল্পে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিলেন বিজেপি সাংসদ

বৃহস্পতিবার, সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রমেশ অবস্তি স্বীকার করলেন যে ভারতের সব রাজ্যের মধ্যে চর্মশিল্পে সেরা পশ্চিমবঙ্গ এবং এর কৃতিত্ব সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সংসদের বৈঠকে ট্যানারি শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন দেশের বণিকসভার বিভিন্ন সদস্যরা। এই বৈঠকে চর্মশিল্পের অগ্রগতির প্রসঙ্গ উঠে আসায় কানপুরের বিজেপি সাংসদ স্বীকার করেছেন যে চর্মশিল্পে সারা দেশে বাংলার স্থান সবার উপরে। তিনি এও বলেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল উইন্ডো সিস্টেমই চর্মশিল্পে বাংলার এতখানি অগ্রগতি ঘটিয়েছে।

বৈঠকে কমিটির অনেক সদস্যই সাংসদ রমেশ অবস্তির বাংলার চর্মশিল্প সংক্রান্ত মন্তব্যকে সমর্থন করেছেন। এই কমিটির চেয়ারম্যান, দোলা সেন হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। তিনি বৈঠক নিয়ে কোনো মন্তব্য না করলেও এই কথা দাবি করেছেন যে চর্মশিল্পে বাংলার অগ্রগতি সত্যিই উল্লেখ করার মত। চর্মশিল্পে বাংলা অন্য সব রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে এবং তা সম্ভব
হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই।