জয়ের আগেই আবির খেলায় মাতল বিজেপি, চলছে মিষ্টি বিলি

জয় এখনও অধরা। তবে প্রাথমিক ট্রেন্ডে এনডিএ-ই এগিয়ে। জয় সময়ের অপেক্ষা মাত্র। এই আবহে আবির খেলায় মাতল বিজেপি। পার্টি অফিসের সামনে চলছে মিষ্টি বিলিও। কর্মী-সমর্থকরা স্লোগান দিচ্ছেন, ‘হিপ হিপ হুররে…।’