অসম বিধানসভায় বহুবিবাহের বিরুদ্ধে বিল পাশ

প্রতিনিধিত্বমূলক চিত্র

নতুন বিল পাশ হয়ে গেল অসম বিধানসভায়। বহু বিবাহের ক্ষেত্রে নতুন আই আনলেন হিমন্ত বিশ্বশর্মা। বিল অনুযায়ী নিয়ম ভাঙলেই ৭ বছরের জেল। সেই সঙ্গে দ্বিতীয় বিয়ের সময় প্রথম বিয়ের খবর গোপন করলে দশ বছরের শাস্তি হতে পারে বলে জানা গিয়েছে।

বিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছেন, এই বিল ‘ইসলাম বিরোধী নয়’। বহুবিবাহ করলে অভিযুক্তের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে খবর। পরবর্তী বিয়ের সময় বর্তমান স্বামী বা স্ত্রীর বিষয়টি লুকলে ১০ বছর পর্যন্ত কঠোর শাস্তি হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার পাশ হয়েছে আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫।