অনবরত হর্ন বাজানোর জেরে তিন জনকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল বেঙ্গালুরুতে। এক মাস পর অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, এক মাস আগে এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তিনি একটি গাড়িকে অনুসরণ করছিলেন এবং অভিযোগ উঠেছে যে, গাড়িটি বাইকচালককে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার জায়গা দিচ্ছিল না। সেই কারণে বাইকচালক বারবার হর্ন দিয়ে গাড়িচালককে জায়গা দেওয়ার কথা বোঝাতে চাইছিলেন। এরপর গাড়িটি সিগন্যালে দাঁড়ায় এবং সিগন্যাল সবুজ হওয়ার পরও বাইকটিকে জায়গা ছাড়তে নারাজ ছিল ওই গাড়িচালক। ফলে আবার হর্ন বাজান বাইক আরোহী। এরপর গাড়িচালক বাইকটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার জায়গা দেন। বাইকচালক গাড়িটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার পর গাড়িটি বাইকটির পিছু নিতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর গাড়িচালক সজোড়ে ধাক্কা দেয় বাইকচালককে। বাইকটি রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় এবং উলটোদিকের লেনে গিয়ে পড়ে। আহত হন বাইকচালকসহ তাঁর স্ত্রী এবং সন্তান। এই ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান। বাইকচালক এবং তাঁর স্ত্রী-সন্তানকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। রাস্তার সিসিটিভি ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখেছে পুলিশ। অবশেষে গাড়িটিকে পুলিশ চিহ্নিত করেছে এবং এক মাস পরে ওই বাইকচালককে গ্রেপ্তার করেছে।