প্রাথমিক পর্যায়ে এগিয়ে এনডিএ, রাঘোপুরে এগিয়ে তেজস্বী

ছবি: এএনআই

শুক্রবার সকাল ৮টা থেকে বিহার বিধানসভা নির্বাচনে ভোটগণনা শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে এগিয়ে রয়েছে এনডিএ। খুব একটা পিছিয়ে নিয়ে মহাগঠবন্ধনও। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রাঘোপুরে এগিয়ে আরজেডি প্রার্থী তেজস্বী যাদব। প্রাথমিকভাবে পিছিয়ে পড়লেও পড়ে আবার এগিয়ে গিয়েছেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে জনশক্তি জনতা দলের প্রার্থী তেজপ্রতাপ যাদব। বিহারের মহুয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আলিনগর বিধানসভা থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। এ বারের বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দেন তিনি। অনন্ত সিং, সম্রাট চৌধুরীরাও এগিয়ে রয়েছেন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে তিনটি আসনে।

২৪৩ আসনের বিহার বিধানসভায় ভোট হয় দুই দফায় – ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর। প্রথম দফায় ১২১টি আসনে ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোট পড়েছে ৬৮.৭৮ শতাংশ। সামগ্রিকভাবে প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে দু’দফা মিলিয়ে। এদিন ভোটগণনা শুরুর আগেই আত্মবিশ্বাসী বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। আরজেডি নেতার কথায়, ‘বিহারে পরিবর্তন আসবেই।’


বুথ ফেরত সমীক্ষায় আরজেডি, কংগ্রেস, সিপিআইএমের মহাগঠবন্ধনের থেকে এগিয়ে রয়েছে জেডিইউ, বিজেপি, এলজেপির এনডিএ। এদিকে ভোটের ফলপ্রকাশ হলেও, আজ কোনও উদযাপন হবে না বিহারে। দিল্লি বিস্ফোরণকাণ্ডের আবহে সতর্কতাবশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।