পাটনায় ইন্দিরা আবাস যোজনার বাড়ি ভেঙে পাঁচজনের মৃত্যু

পাটনায় ইন্দিরা আবাস যোজনার বাড়ি ভেঙে মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের। মৃতদের মধ্যে তিনজনই শিশু। চাঞ্চল্যকর এই ঘটনাটি বিহারের পাটনা জেলার দানাপুর বিধানসভার অন্তর্গত দিয়ারা এলাকার। পুলিশ সূত্রে খবর, দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশাসনিক পর্যায়ে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বাবলু খান (৩২), তাঁর স্ত্রী রোশন খাতুন (৩০), তাঁদের পুত্র মহম্মদ চাঁদ (১০) এবং দুই কন্যা রুখসার (১২) এবং চাঁদনি (২)। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতের খাবার খেয়ে তাঁরা সকলেই ঘুমিয়ে পড়েন। মাঝরাতে ওই বাড়ির ছাদ ভেঙে পড়ে। আচমকা বিকট শব্দে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এরপর স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন, বাবলুর বাড়ি ভেঙে মাটিতে মিশে গিয়েছে। পঞ্চায়েত প্রধান ভাকিল রাই জানান, বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর ধ্বংসস্তূপ থেকে ওই পাঁচজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।


এলাকাবাসীর বক্তব্য, কয়েক বছর আগে ইন্দিরা আবাস যোজনার আওতায় বাড়িটি তৈরি করা হয়েছিল। বাড়ি দেওয়াল ও ছাদে আগেই ফাটল ধরেছিল। পরিবারের আর্থিক সমস্যার কারণেই বাবলু বাড়িটি সারাতে পারেননি বলেই জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

এই ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন গ্রামের বাসিন্দারা। প্রাক্তন পঞ্চায়েত প্রধান সিপি সিং বলেন, ‘দিয়ারায় সরকারি উদ্যোগে তৈরি হওয়া অধিকাংশ বাড়ির অবস্থাই খারাপ। অবিলম্বে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের বক্তব্য, পুরনো বাড়িগুলি নিয়মিত পরিদর্শন করে যথাযথ রক্ষণাবেক্ষণ করা উচিত। প্রয়োজনের আবাস যোজনার আওতায় নতুন বাড়ি বানানোর দাবি তুলেছেন তাঁরা। চলতি বছর বর্ষায় প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয় বিহারে। দিয়ারা এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের বাড়িগুলির কাঠামো দুর্বল হওয়ার এটি অন্যতম একটি কারণ বলে জানিয়েছেন তাঁরা।